বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে-সাবেক মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন বই একটি লিখিত দলিল। একটি বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও লেখক জাবেদ আহমদ শনিবার রাতে সাবেক মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে দেখা করে ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ বই প্রদানকালে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। তিনি আধুনিক সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম, সাইফুর রহমান কে নিয়ে লেখার জন্য সিলেটের লেখকদের প্রতি আহবান জানান। এসময় দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন সিনিয়র সাব এডিটর লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রাক্তন সহ-সভাপতি মাহবুব রহমান, বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন মনজু, বিএনপি নেতা আজমল বখত চৌধুরী সাদেক, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, শামীম আহমদ, মকসুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ বইয়ের প্রশংসা করে উপস্থিত সকলকে নিয়ে বই হাতে ফটোসেশনে অংশ নেন।

শেয়ার করুন