লেখক ও পাঠক ভাবনা

তাসলিমা খানম বীথি

লেখালেখি করি দীর্ঘদিন থেকে। প্রথম গ্রন্থ বের হবার আগে থেকেই মনের ভেতর এটি কাজ করতো। বই বের করব। শুধু লেখাগুলো কভারবন্দী হোক। কে কিনবে কে পড়বে সেটি বড় নয়। পাঠক বইটি হাতে নিয়ে স্পর্শ করলেই হবে। তাতেই খুশি। কিন্তু প্রথম বই সাতাশ কিলোমিটারের দাম্পত্য 300 কপি চাপানো পর পাঠকদের ভালোবাসা আমাকে অবাক করে দেয়। প্রথম গ্রন্থ শেষ। হাতে মাত্র কটি আছে। জীবনে প্রতিটি মুহুর্ত পেছনেই একটা করে অনুপ্রেরণার গল্প থাকে। হাজারো কর্মব্যস্ততার মাঝে সেই অনুভুতিগুলো লেখার চেষ্টা মন ছুটে বেড়ায়। মনের আনন্দই লিখে থাকি। যখন পাঠকের মনে দাগ কাটে তখনই লেখার সার্থকতা মনে করি।

কার্লোস রুইজ জাফন বলেন- বই হল আয়না: আপনি কেবল সেগুলি দেখতে পান যা আপনার ভিতরে ইতিমধ্যেই রয়েছে।

2. এবার 2য়গ্রন্থ মায়াবিনী খোঁপার ফুল এর পাঠকদের সাড়া জাগাচ্ছে। সেদিন একজন অপরিচিত কল আসে বললেন, আপনার মায়াবিনী খোঁপার ফুল বইটি নাম ও প্রচ্ছদ দারুণ হয়েছে। লালদিঘিরপার বইটি যেখানে চাপার কাজ হচ্ছে সেখানে এক নজর দেখেছে। তার ভালো লাগার কথা লেখকে জানাতেই কল দিলেন শুভ কামনা জন্য। পাঠকদের ভালোবাসাই একজন লেখকের জন্য যতেষ্ট। লেখকজীবনে আর কিছুই চাওয়ার নেই।

মায়াবিনী খোঁপার ফুল যারা সংগ্রহ করতে চেয়েছিলেন দোআঁশ – Doansh পাবেন অফিস ৩১১-১২ রংমহল টাওয়ার তৃতীয় তলা বন্দরবাজার সিলেট। 01626-108028

শেয়ার করুন