
তাসলিমা খানম বীথি
বাবা মার ভালোবাসা যেমন পুরনো হয় না কিংবা সময়ের সাথে পরিবতর্ন হয় না ঠিক তেমনি চাচা চাচীর ভালোবাসাও আমার কাছে তেমনি।
পত্রিকা কিংবা অনলাইন অফলাইন যেখানেই আমার লেখা দেখবেন মন দিয়ে পড়বেন। তার অনুভুতি সুন্দর পরামর্শ দেন। আমার ব্যক্তি জীবন কর্মজীবন নিয়ে যাদেরকে ভাবায়। চাচা সবসময় বলেন আমি তার মেয়ে। ঠিক তাই একদম তার হৃদয়ে নারীছেড়াঁ মেয়ের জায়গা আমাকে সেইভাবে স্নেহ করেন।
এই শহরে আমার একমাত্র চাচা লেখক বেলাল আহমদ চৌধুরীকে 2য় গ্রন্থ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। লেখালেখি চালিয়ে যেতে তাগিদ দেন। উৎসাহিত করেন। বইটি হাতে নিলেন শিরোনাম ও প্রচ্ছদ দেখে প্রশংসা করলেন। বললেন বই বের করা লেখা যেনো না থামাই। বইটি বের হবার আগে থেকেই অপেক্ষা ছিলেন কখন দেবো। তবে তিনি জানতেন না উৎসর্গ যাদেরকে করেছি প্রথম নামটি তারই থাকবে। লাইনগুলো দেখে তার চোখ দুটো চিকচিক করছিলো।
চাচা চাচী তাদের সন্তানরা ও পুত্র বধু এতটা স্নেহ করে কখনোই মনে হয় না আমি তাদের পরিবারের বাইরে কেউ।
পৃথিবীতে সব সম্পর্ক রক্তের হয় না। রক্তের চেয়ে আত্মার আত্মীয় সম্পর্ক কখনো গভীর মায়া জড়িয়ে থাকে। শ্রদ্ধেয় কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীসহ তাদের পরিবারে সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভ কামনা।