
নাঈমুল ইসলাম গুলজার :
এই রমজান আল্লাহর কাছে ক্ষমা চাইবার, পাইবার
হৃদয়ে যে তার প্রেমসুধা নিয়ে দিল খোলা গুণ গাইবার
এই রমজান সংযম করে আল্লাহর প্রিয় হইবার
দিনরাত শুধু তাঁকে ডেকে ডেকে সব মাফি চেয়ে লইবার।
এই রমজান সিজদাতে পড়ে বেশি বেশি করে কাঁদবার
কান্নার জোরে জান্নাত মাঝে আলিশান ঘর বাঁধবার
এই রমজান ভাটা পড়া মনে জোয়ারের টান আনবার
বেশি বেশি করে কোরআন পড়ে হুকুমাতগুলো মানবার।
এই রমজান রহমত আর বরকত যত লুটবার
ইফতার আর সেহরিতে তা যে ভরপুর করে খুটবার
এই রমজান দিলটাকে প্রেম-ভালোবাসা দিয়ে খুলবার
উঁচু-নিচু, ধনী-গরিবের যত রেশ আছে সব ভুলবার।
এই রমজান ব্যথিত হৃদয়ে চেতনার তীর হানবার
গাফেলের মনে ভালোবাসা দিয়ে তাকওয়ার পথে আনবার
এই রমজান আল্লাহর কাছে নিয়ামাত চেয়ে লইবার
যা কিছুই চাওয়া তাঁর কাছে শুধু মন খুলে তাঁরে কইবার।
দয়াময় প্রভু! নিয়ামাত পেয়ে পারি যেনো তারে বইবার
ইবাদাত করে পারি যেনো আমি মুত্তাকী, প্রিয় হইবার।