কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের এক উজ্জ¦ল নক্ষত্র। যাঁর কবিতা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় এবং জাতীয় পরিচয়ের বোধকে গভীরভাবে নাড়া দেয়। রবীন্দ্র উত্তর আধুনিককালের কবিদের মধ্যে যিনি শব্দ চয়নে, জীবনবোধে, শব্দালংকারের নান্দনিকতায়, আধুনিক চিত্রকল্পে এবং বর্ণনায় অসামান্য আর ধ্রæপদী তিনি কবি আল মাহমুদ। তাঁর কবিতা, গল্প এবং উপন্যাসে মানুষের জীবন, আবহমান বাংলার প্রকৃতি, ঐতিহ্য এবং স্বদেশের প্রতি ভালোবাসা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ স্নিগ্ধ-শ্যামল ও প্রশান্ত গ্রামীণ জীবন নিয়ে অনন্য এক জগৎ তৈরি করেছেন।
ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২২৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী উপরোক্ত কথা বলেন।
(২৭ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ও ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী এবং কবি মাহফুজ জোহা।
সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কবি আনোয়ার হোসেন মিছবাহ, গীতিকবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, কবি আব্দুস শহিদ মাটি, সাজন আহমদ সাজু, শহীদুল ইসলাম অ্যাডভোকেট, ছড়াকার জুবায়ের নাবিল, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি সুফি আকবর, মো. আহসান হাবীব, আব্দুর রাজ্জাক শাওন, লাহিন নাহিয়ান, হালিমা আক্তার, জুনাঈদ আহমদ, মো. শাহজাহান, সয়াল শাহ, মো. আখলাকুল আম্বিয়া, মো. দিদার আহমদ প্রমুখ। আসরে গান পরিবেশন করেন মো. বাহাউদ্দিন বাহার ও লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net