চৈতন্য র লোকবিষয়ক বই। খুব শিগগিরই বেরুচ্ছে।
( চুরাশিজন পল্লিকবির পরিচিতি ও আলোচনা-সহ ২৭২ টি গানের বই)
সিলহেটের পল্লিকবি ও তাঁহাদের গান
মুহম্মদ নূরুল হক
সংকলন ও সম্পাদনা : জফির সেতু
প্রচ্ছদ : নির্ঝর নৈশব্দ্য
পৃষ্ঠা ২৭২
মূল্য ৬০০
সিলহেটের পল্লিকবি ও তাঁহাদের গান বিশশতকের বঙ্গীয় মুসলমান রেনেসাঁ-পুরুষ মুহম্মদ নূরুল হকের লোকসংগীত বিষয়ক অগ্রন্থিত আলোচনা ও গানের সংকলনগ্রন্থ। এই গ্রন্থে বৃহত্তর সিলেট অঞ্চলের চুরাশিজন পল্লিকবির পরিচিতি ও আলোচনা-সহ দুইশো বাহাত্তরটি গান ও গীত স্থান পেয়েছে। মুহম্মদ নূরুল হক বিগত শতকের ষাটের দশকে আল ইসলাহ পত্রিকায় ধারাবাহিকভাবে সিলেট অঞ্চলের এসব মরমি কবির গান/গীত সংগ্রহ করে আলোচনাসমেত প্রকাশ করেছিলেন। বাঙালি জাতীয়তাবাদী প্রেরণায় তখন ছিল লোকঐতিহ্য ও লোকসাহিত্য সংগ্রহের স্বর্ণযুগ। মুহম্মদ শহীদুল্লাহ্, মুহম্মদ মনসুরউদ্দীন প্রমুখের কর্মকাণ্ডের দ্বারা উজ্জীবিত হয়ে মুহম্মদ নূরুল হক পল্লির নিভৃত কোণ থেকে সিলেটের সাধক ও স্বভাব কবিদের বিভিন্ন তথ্য ও গান সংগ্রহ করে পত্রিকার পৃষ্ঠায় মুদ্রিত রেখে যে-দায়িত্ব পালন করে গেছেন তা অবিস্মরণীয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি প্রায় অজ্ঞাত ছিল সকলের কাছে। লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক জফির সেতুর গোচরে আসার পর তিনি তা সংকলন ও সম্পাদনপূর্বক গ্রন্থভুক্ত করে প্রকাশ্যে আনার প্রয়োজন বোধ করেন এবং কর্মটি তিনি সম্পন্ন করেন গভীর নিষ্ঠা, মমতা ও দায়িত্বশীলতার সঙ্গে। লোকগানের ভক্ত-পাঠক ও গবেষকদের কাছে গ্রন্থটি বিশেষ মূল্য পাবে বলে আমাদের বিশ্বাস।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net