তোমার ভালোবাসা

তাসলিমা খানম বীথি :

তুমি আছো বলেই গড়েছি নিজেকে

শিখেছি গভীরতম

কষ্টের মাঝে হারিয়ে যেতে।

তোমার স্পর্শে জেগে ওঠে

ভালোবাসার প্রতিটি পাঁপড়ি,

জড়ো হয় কবিতার শব্দমালা ।

নীরব চাহনি কিছু বলে,

তোমার জন্যই জেনেছি।

জেনেও নির্বোধ হয়ে থাকি

তোমার কাছে।

কিছু মুহূর্ত আনন্দে,

কিছু মুহূর্ত বিষাদের রাজ্যে।

চলতে থাকে এ রাজ্য পালাবদল,

চলতে থাকে তোমার আমার

হেঁয়ালি ভালোবাসা।

শেয়ার করুন