সন্দীপন শুভ :
আসলেই অনেক সময়ই শোনা কথায় অনেক ভুল থাকে। আমি চ্যানেল এস টেলিভিশনে ২০২২ সালে জয়েনের আগে
Moin Uddin Monju মঞ্জু ভাইকে নিয়ে নানা কথা বলতে শুনেছি অনেকককে ( মূলত তারা হিংসা করে উনাকে) কিন্তু আমি প্রায় আড়াই বছর একসাথে কাজ করার পর বুঝলাম আমার শুধু বড়ভাই ই নন অনেক সময় পথ প্রদর্শকের কাজটি ও করেছেন তিনি।
টিভি রিপোর্টিং এর কলাকৌশল, ইথিকস, গ্রামার এগুলোতো শিখেছিই এর পাশাপাশি পারিবারিক, সামাজিক এমনকি আর্থিক বিষয়েও অকপটে আপন ছোট ভাইয়ের মত সহযোগিতা করেছেন। শুধু আমাকেই নয় উনার সাথে চলতে গিয়ে দেখেছি, ধনী - দরিদ্র, হিন্দু- মুসলিম, বাঙ্গালী - আদিবাসী সহ ধর্ম,বর্ন,গোত্র নির্বিশেষে তিনি মানুষকে হেল্প করেছেন।
শুনতে হয়ত বেশি মনে হবে তবু বলি, মনজু ভাইয়ের কাছে যে ধরনের বিনয়ীভাব ভাব শিখতে, তা শিখতে অনেককেই পোষ্ট গ্রাজুয়েট করতে হয়, তবুও শিখতে পারেনা অনেকেই।
আমি যতদিন বেঁচে আছি মনজু ভাই আমার বড় ভাই এবং পথপ্রদর্শক হিসাবেই থাকবেন আশা রাখি,আর ভাইকে বলবো ভাই এই পথচলায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Liton Chowdhury দাদা আমার খুব রাগী হলেও একটা শিল্পী মন নিয়ে বসবাস করেন, আমিও অনেক অভিমানী হয়ে ২২ সালে একটা চাকরি ছাড়ি, আসলে আমরা তো সংস্কৃতি কর্মী হুট করে আঘাত লেগে যায় মানুষের কথায়। সে যাই হোক তখন আমি বেকার হয়ে গেছি প্রায়, আর ঐ সময় টায় দাদা আমার সিভি নিয়ে অফিসে জমা দেন, আমার চ্যানেল এস এ জব হয়। আমার মনে হয়, ভালো কাজ করার উনি যে পরিমান তাগিদ আমাকে দিতেন তা উনার আপন ছেলে লবকেও এখন পর্যন্ত দেন নাই।স্যালুট দাদা
Abdul Ajij Jafran জাফরান, বড় নিরীহ ভাই টা আমার, অনেকে হেলা করেছে কিন্তু আজ জবাব দিয়েছো তুমি, খুব খুশি আমি ভাই তোমার একাত্তর টিভিতে জয়েন করায়।
রাত ১ টায় ও একসাথে কাজ করেছি, কত কথা হয়েছে, এভাবেই চলবে আগামী দিন। এখন আরো বেশি একসাথে কাজ করা হবে।
Shamim Hussain অনেক কষ্ট করেছে শামীম ভাই ও আমার জন্য। অনেক সময় আমি রাগ করেছি হয়তোবা। তবু বন্ধুর মত একসাথে পথচলেছি শেষ পর্যন্ত। একটা গুন না বললে নয়, তোমার মত এত পরিশ্রমী মানুষ আমি কম দেখেছি শামীম ভাই। ভালোবাসা রইলো
Vidya Bhushan Sarkar দাদা আপনি তো লিজেন্ড ভাই, এমন মানুষ এর সাহচর্য পাওয়াই তো অনেক বড় ব্যাপার।
এছাড়াও আমাদের আরেকজন এডিটর রতন দাস ছিলো, ছোট ভাইয়ের মত অনেক সময় অধিকার কাটিয়েছি। ভাইটা আমার অনেক দূরে যাবে এই প্রত্যাশা।
যাদের নাম বললাম উনারা ছাড়াও চ্যানেল এস পরিবারের, ফাউন্ডার, চেয়ারম্যান, এমডি মহোদয় সহ সকল উপজেলা,জেলা এবং ইউকের বিভিন্ন শহরের প্রতিনিধিদের ভালোবাসায় আপ্লুত হয়েছি। প্রবাসীরাও মাঝেমধ্যে আমার কাজের প্রশংসা করেছেন, ভালোবেসেছেন,উৎসাহ যুগিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা।
সবাইকে খুব খুব মিস করবো আর প্রিয় Channel S TV পরিবারের আন্তরিকতা, ভালোবাসা কাজের ফ্লেক্সিবিলিটি এগুলা আর লাইফে হয়ত আসবে না, তাই সারাজীবন প্রোফাইলে উচ্চারিত হবে, সন্দীপন শুভ, ফর্মার রিপোর্টার, চ্যানেল এস।
অত:পর: দীর্ঘলেখাটি যারা পড়লেন তাদেরকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net