আফতাব চৌধুরী :
আমেরিকা প্রবাসী কবি, গল্পকার প্রাবন্ধিক, সমাজসেবী সোনিয়া কাদির এর আত্মজৈবনিক নিবন্ধগ্রন্থ “হিপ-হপ-জনপদ-দ্যা ব্রঙ্কস ও অন্যান্য” এর প্রকাশনা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল গেল ১৭ জানুয়ারী শুক্তবার। স্থানীয় হোটেল হলিডে ইন-এ সন্ধ্যা ৬ ঘঠিকায় সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিখ্যাত কমিউনিটি লিডার্স, সাংবাদিক,লেখক,কবি ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন উপস্থিত প্রায় সবাই, ভূয়সি প্রশংসা করেন লেখিকা সোনিয়া কাদিরের ও তাঁর লেখা বিভিন্ন বইয়ের। উল্লেখ্য বাংলাদেশ টু আমেরিকা নামক তাঁর অন্য একটি বইয়ের আলোচনা উঠে আসে প্রাসঙ্গিক ভাবে। এটিও ছিল একটি অসাধারণ, অনন্য বই-এ বইয়ের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রনালয় ম্যাডাম সোনিয়া কাদিরকে ২০২২ সালে সম্মাননা প্রদান করে।
সোনিয়া কাদিরের সম্মাদনায় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হিপ-হপ জনপদ দ্যা ব্রঙ্কস ও অন্যান্য বইটি এখন আমার পড়ার টেবিলে।২৩ টি ভিন্ন ধরনের ৭৮ পৃষ্টার সুন্দর মলাটে আবদ্ধ বইটি না পড়লে বুঝতে পারবেন না যে এ বইয়ের লেখাগুলোতে কি আছে ? সবগুলো লেখাই অসাধারণ, অনন্য।
আমেরিকা প্রবাসী সোনিয়া কাদির প্রথম জীবনে ছিলেন মানুষ গড়ার কারিগর-শিক্ষক,দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে প্রচুর সুনাম, সুখ্যাতি ও পরিচিতি লাভ করেন। আমেরিকা গিয়েও বসে নেই -ব্যস্ত জীবন কাটাচ্ছেন বই পড়ে , বই লিখে এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে, তিনি একজন সুগৃহীনিও বটে-একজন দক্ষ রাধুনি হিসাবেও রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। সোনিয়া কাদির একজন প্রকৃতিপ্রেমিকও। তাঁর বাড়ির আঙ্গিঁনাও নাকি ফুলে ফলে সমৃদ্ধ-মন্তব্য প্রতিবেশীদের।স্বামী, জনাব কাদির ও সোনিয়া দাম্পত্য জীবন ভীষণ সুখের হাসি ও আনন্দের।
বুনন প্রকাশনীর স্বত্তাধিকারী অধ্যাপক জনাব খালেদের প্রকাশনা শিল্পে তাঁর ভূমিকা সকল মহলে প্রশংসিত,বইটির কুটি নাটি দেখে প্রকাশ করেছেন, বলা যায়, নিখুত। ধন্যবাদ তাঁকেও। চমৎকার প্রচ্ছদের জন্য অভিনন্দন আল নোমানকে।
আমাদের বিশ্বাস লেখিকা সোনিয়া কাদির আরো লিখবেন এবং প্রকাশনা অব্যাহত রাখবেন। তাঁর লেখা পড়ে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে, তাদের জানার ভাণ্ডার সমৃদ্ধ হবে।
অভিনন্দন সোনিয়া কাদির আপনাকে। আপনার সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি কায়নোবাক্যে।