রঙের খেলা


তাবেদার রসুল বকুল

কেবল তুমি না
সবাই ভুলে যাচ্ছে আমায়
রঙতো বদল হয়
রঙের খেলা না বয়সের খেলা
টাকার খেলা না রাজনীতির খেলা।
সময় বদলায় সাথে তুমিও
কি অদ্ভুত তোমার খেলা
ইরেজার দিয়ে মুছলে না
সরাসরি ফেলে দিলে
তুমি কি করে পারলে।

শেয়ার করুন