“ছড়া হোক সময়ের বাণী, মুছে দিক সমাজের গ্লানি”। এই শ্লোগানকে সামনে রেখে ছড়ালোক (ছড়ার ছোটোকাগজ) আয়োজন করে “সিলেট বিভাগীয় ছড়া উৎসব ২০২৫”।
১০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩ টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে সিলেটের চার জেলার প্রায় অর্ধ শতাধিক নবীন প্রবীণ ছড়া শিল্পীদের অংশ গ্রহনে ছড়া উৎসব জমে উঠে। উৎসব টি তিনটি পর্বে সাজানো হয়।
প্রথম পর্বে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট কবি, লেখক গীতিকার আমেরিকা প্রবাসী জনাব ইশতিয়াক রুপু। সূচনা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ছড়াকার শিশুসাহিত্যিক ও ছড়ালোক সম্পাদক শাহাদত বখ্ত শাহেদ।
দ্বিতীয় পর্বে “ছড়া সাহিত্যে সিলেট”। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছড়াকেন্দ্র-সিলেট এর সভাপতি কবি দুলাল শর্মা চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গীতিকার ইশতিয়াক রুপু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার অজিত রায় ভজন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
কবি পুলিন রায়,ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, কবি ও ছড়াকার সুমন বনিক, কবি আবৃত্তিকার বিমল কর,প্রমুখ।
তৃতীয় পর্বে উন্মুক্ত ছড়াপাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার ও উৎসবের আহ্বায়ক শাহাদত বখ্ত শাহেদ। একে একে ছড়াপাঠ বক্তব্য রাখেন গাল্পিক সেলিম আউয়াল, মাহবুবুল আলম মিলন,কবি ও বাচিক শিল্পী খসরু চৌধিরী, সাদীর হোসাইন, মো.সুয়েজ হোসেন,দেলোয়ার হোসন দিলু,আবদাল মাহবুব কোরেশী,সাজ্জাদ আহমদ সাজু,মকসুদ আহমদ লাল,তাসলিমা খান বিথি,আবু ছাইদ রুপিয়ান,ইমামুর ইসলাম রানা,জগলুল হক,পুলিন রায়,অজিত রায় ভজন, সুমন বনিক, দুলাল শর্মা চৌধুরী, বি রায় চৌধুরী, রিপন আহমদ,জসীম আল ফাহিম,অঞ্জন কুমার পাল,লাহিন নাহিয়ান,মুন্সি আব্দুল হাছান,কবি হাবিব ফয়েজি,আমেরিকা প্রবাসি কবি লেখক সোনিয়া কাদির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি কামাল আহমদ। উৎসবের প্রথম পর্বে দেশের সকল শহীদ ও প্রয়াত ছড়াকারদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। উৎসব টি টাচ অব সিলেট সরাসরি সম্প্রচার করে। বিশেষভাবে সহযোগিতা করে বইমেলা কর্তৃপক্ষ ও সার্বিক সহযোগিতা করে ছড়াকেন্দ্র-সিলেট।