কেমুসাসের ১২২১তম সাহিত্য আসর অনুষ্ঠিত

লিখতে হলে পড়তে হবে। আয়ত্ত করতে হবে লেখালেখির কলকব্জা। পাঠাভ্যাসের মাধ্যমে একজন লেখকের চিন্তা ও মননের জগৎ প্রসারিত হয়। প্রতিষ্ঠিত লেখকগণ লেখালেখির জন্য সাধনা করেছেন। ত্যাগ স্বীকার করেছেন। তাই তরুণ লেখকদেরকে পড়াশোনা বৃদ্ধির পাশাপাশি ত্যাগ স্বীকার করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকতে হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ১২২১তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।

আজ (০৯ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের নবনির্বাচিত সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী, পঠিত লেখার উপর আলোচনা করেন কেমুসাসের নবনির্বাচিত সহলাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, আলোচনায় অংশ নেন কেমুসাস কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্য গল্পকার মিনহাজ ফয়সল, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী, কবি তাজুল ইসলাম ও ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। অনুভূতি ব্যক্ত করেন শাহজালাল উপশহর হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোশতাক আহমদ চৌধুরী।

সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন আতাউর রহমান বঙ্গী, রাজীব চৌধুরী, তাসলিমা খানম বীথি, জুবের আহমদ সার্জন, রেজওয়ান শাকিল, হুসাইন হামিদ, তাপাদার জান্নাতুল জাহরা প্রমুখ। আসরে গান পরিবেশন করেন লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ। সেরা লেখক মনোনীত হন আতাউর রহমান বঙ্গী।

শেয়ার করুন