প্রিয় সিলেট


শিপারা শিপা

সিলেট আমার জন্ম ভূমি
প্রাণের চেয়ে প্রিয়
সিলেটের মাটি আমার কাছে
মায়ের মতো শ্রেয়।
তিন,শ ষাট আউলিয়ার
পূণ্য ভূমি,জানে সর্বজন
যুগে যুগে এই মাটিতে
জন্ম নিয়েছেন,কত গুণীজন।
আছে আঁকাবাঁকা নদী
আর উচু নিচু পাহাড়
নয়নাভিরাম চায়ের বাগান
ছড়ায় রুপের বাহার।
খনিজ সম্পদে ভরপুর
সবই খোদার দান
রংবেরঙের পাখির কলরব
জুড়ায় মোদের প্রাণ।
মাঠে মাঠে সোনার ফসল
ফলায় কৃষকেরা
সবুজ শ্যামল প্রকৃতিতে
সিলেট ভূমি সেরা।

শেয়ার করুন