দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ের মাসে অষ্টাদশ কেমুসাস বইমেলার আয়োজন করেছে। আগামী ০১ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা’দাত খানকে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।
অষ্টাদশ কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে লেখক-সাংবাদিকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় সাহিত্য সংসদের কনফারেন্স হলে অষ্টাদশ কেমুসাস বইমেলা ২০২৪ বাস্তবায়ন উপকমিটির আহবায়ক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত লেখক-সাংবাদিকবৃন্দ বইমেলা সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় সকলের পরামর্শক্রমে অতীতের ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি সফল মেলা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। মতবিনিময় সভায় লেখক-সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি ধ্রুব গৌতম, কবি ও কথাসাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, কবি এখলাছুর রাহমান, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, ছড়াকার রিপন আহমদ ফরিদী, কবি ইশরাক জাহান জেলী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, ঔপন্যাসিক আলেয়া রহমান, ছড়াকার দেলোয়ার হোসেন দিলু, ইয়াকুব বখত বাহলুল, কবি কামাল আহমদ, গল্পকার তাসলিমা খানম বীথি, ছড়াকার আব্দুল কাদির জীবন, মো. নাসির উদ্দিন, কাউছার আরা বেগম বীথি, তাহমিনা ইসলাম, মো. আব্দুল মাজিদ চৌধুরী, মো. সাহিদুজ্জামান সুজন, কবি সুফি আকবর, ছাড়াকার নাঈমুল ইসলাম গুলজার, গীতিকার ওমর ফারুক, শরীফ গাজী, কবি সোলেমান রাসেল, বদরুদ্দোজা বদর, মো. শাহ আলম, শিব্বির আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় সাহিত্য সংসদের পক্ষে অংশ নেন সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সহপাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, ছড়াকার কামরুল আলম ও বইমেলা উপকমিটির সদস্য মিনহাজ ফয়সল।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net