জাকারিয়া জাকির :
স্মৃতির পাতায় আঁকা সিলেট শহর,
সবুজে মোড়া, পাহাড়ের ঘর।
চায়ের বাগান, নদীর ধারা,
মন জুড়ানো এক অপরূপ সুরমা।
কেনো এতো টানে সেই শৈশবের দিন?
কেনো বাঁধা পড়ে মন, সিলেটের রঙিন?
মসজিদের ধ্বনি, আউলিয়ার দোয়া,
সে শহর আজো আমার হৃদয়ের ছোঁয়া।
চৌহাট্টার পথ, কিনব্রিজের সেতু,
তোমার কোলে কাটাবো জীবনমৃতু।
হজরত শাহজালালের পুণ্য ভূমি তুমি,
স্মৃতির পাতায় বাজে আজো তোমার সংগীত ধ্বনি।
যেখানে থাকি, সিলেট আমার আশা,
তোমার টানে জুড়ায় প্রাণের ভাষা।
জন্মভূমি তুমি, আমার সবটুকু প্রেরণা,
সিলেট শহর, তুমি আমার চিরন্তন ভালোবাসা
জাকারিয়া জাকির
টরেন্টো কানাডা
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net