জেসির আরাফাত :
বাতাস শুষ্ক। বাতাসে শীতের গন্ধ। দিন এখন ছোট। ক্ষুদ্র বিকেলের সূর্য ডুবে গেছে। আকাশে লাল আভা রয়েছে। রাস্তায় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে দিয়েছে। টিউশন থেকে বের হলাম। এক জননী তার চতুর্দশী কন্যাকে নিয়ে ঘরে ফিরছেন। পথিমধ্যে একটা বাড়ির সীমানার ধারে তারা থেমে গেলেন। বাড়িটা দ্বিতল। প্রধান ফটকে তালা ঝুলছে। এ বাড়ির সকল সদস্য থাকেন আমেরিকায়, ট্রাম্পের দেশে। হয়ত এখন তারা সকলে ট্রাম্পের বিজয়ে পৃথিবীতে কী কী প্রভাব পড়তে যাচ্ছে সেসব নিয়ে আলোচনা করছেন।
আমেরিকার প্রেসিডেন্ট মানেই তো পৃথিবীর প্রেসিডেন্ট। কারণ America is awesome; সর্বদাই awesome। আমেরিকায় তাদের বাড়িটা কেমন জানি না। কিন্তু দেশে তাদের বদ্ধ ঘরটি দারুণ। বাড়ির আঙিনায় বিভিন্ন ফুলের গাছ। প্রাচীর ঘেষে আছে অলকানন্দার ঝাড়। চতুর্দশী কন্যার মাতা সেই ঝাড় থেকে একটা অলকানন্দা ছিঁড়ে নিলেন। তুলে দিলেন মেয়ের হাতে। ফুলের মতো সুকুমারী ফুল পেয়ে খুশি হয়েছে বটে। কিন্তু তার মাকে বলেছে ফুল গাছেই সুন্দর, হাতে সুন্দর না। ফুল ছিঁড়তে দেখলে তার ভালো লাগে না। কথাটি শুনে পাশ দিয়ে হেঁটে এলাম। এখন ফুলের দোকানে যাব। গোলাপের তোড়া কিনতে হবে। রাতে একটা অনুষ্ঠান আছে।
এক দম্পতির বিবাহের সুবর্ণজয়ন্তী। কিছুদূর গিয়ে আবার ফিরে এলাম। সেই তালাবদ্ধ বাড়ির প্রাচীরের ধারে। হাত বাড়িয়ে দু'খানা অলকানন্দা ছিঁড়ে নিলাম। দেখা যাক ছেঁড়াফুল নিয়ে তারা খোপায় বিঁধেন কিনা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net