মিলু কাশেম :
সবুজ শ্যামল দেশটা আমার
সোনালী ধানে হাসে
আমার চোখে বারে বারে
দেশের ছবি ভাসে।
দেশের সাফল্যে উৎফুল্ল হই
সুখে আনন্দে হাসি
দেশের ছবি মলিন হলে
নয়ন জলে ভাসি।।
ধান সবুজের দেশটা আমার
প্রিয় ভালোবাসি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net