শাল্লায় ফিলিস্তিনে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাঃ

হাবিবুর রহমান হাবিব,

শাল্লা- (সুনামগঞ্জ) থেকে।

‘ফিলিস্তিনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই”দুনিয়ায় মুসলিম এক হও লড়াই করো এরকম অনেক স্লোগানকে সামনে রেখে- ফিলিস্তিনী মুসলমানদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  করেছেন তৌহিদি জনতা।

 ৭ এপ্রিল সোমবার  উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনের রাস্তায় প্রতিবাদ সভায় মিলিত হন। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক।

উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবুল খায়ের ও মাওলানা আবু তাহেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত  প্রতিবাদ  সভায় বক্তাগণ  দুনিয়ার সমস্ত মুসলিম ভাই ভাই উল্লেখ করে বলেন এক ভাই বিপদে পড়লে আরেক ভাইয়ের কাজ হলো তার বিপদে এগিয়ে আসা, আমরা ইসলাম ধর্মের মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এই প্রতিবাদ জানাতে পারে, বিভিন্ন জায়গায় অনেকে জানাচ্ছেও, ফিলিস্তিনী মুসলিম নর-নারী সহ ফিলিস্তিনি ভূখণ্ডের পক্ষে আমাদের সবাইকে প্রতিবাদ জানানো দায়িত্ব ও কর্তব্য, প্রতিবাদ সভায় বক্তাগণ বাংলাদেশ সরকারের প্রতি ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো ও  জনগণের প্রতি ইজরায়েলী পণ্য বর্জনের  আহ্বান জানান।

শেয়ার করুন