মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন?

আজ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। এবারের উৎসব নানা দিক থেকেই বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম চলচ্চিত্র এটি। উৎসব শুরুর আগেই বিক্রি হয়ে গিয়েছিল ‘সাবা’ সিনেমার সব টিকিট। বাহবা পেয়েছে মেহজাবিনের স্বতঃস্ফূর্ত অভিনয়। উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে মেহজাবিন দেখা দেন বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব—এর একটি শাড়িতে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরির জন্য ফেস্টিভাইবের সঙ্গে যোগাযোগ করেন মেহজাবিন। হালকা রঙে নিজেকে মেলে ধরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনয়শিল্পী। যাচাই-বাছাইয়ের পর এই শাড়িটি তিনি পছন্দ করেন

আপনিও যদি এ রকম একটি শাড়ি সংগ্রহ করতে চান, তাহলে আপনার পকেট থেকে বেরিয়ে যাবে অন্তত ৩০ হাজার টাকা। এ ধরনের শাড়ির দাম শুরুই হয় ৩০ হাজার থেকে। ফেস্টিভাইব সাধারণত বিশেষায়িত পোশাক তৈরি করে। তাই শাড়ি পছন্দ করার পর সেটিকে আবার ক্রেতার চাহিদা, রুচি, প্রয়োজন অনুযায়ী ‘কাস্টোমাইজ’ করে নেওয়ার সুযোগ আছে

শেয়ার করুন