ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত।আর রোববারও সারাদিন দেশটির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন এমন বৈরি আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কিছু এলাকাতে বৃষ্টি ছিল। আগামী কয়েকদিনও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই আবহাওয়ায় সাধারণ জীবনযাত্রা ব্যহত হয়েছে।
রোববারের আবহাওয়া বার্তা অনুযায়ী, আগামী কয়েকদিন বৈরি আবহাওয়া থাকলেও উন্নতি হবে। মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রপাত নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net