
লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে এবং বিবিসি’র আর্থিক অনুদানে ১৬ মে শুক্রবার শুরু হলো ২৬ সপ্তাহব্যাপী ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম । প্রেস ক্লাবের সদস্যদের সন্তানরা সহ টাওয়ার হ্যামলেটসের স্কুলপড়ুয়া শিশুরা এতে অংশগ্রহণ করছে ।
কোর্সের উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্টহ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন। এসময় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ড চ্যারিটির অন্যান্য কর্মকর্তা, এবং শিশুদের অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আশাকরি এই কোর্স শিশুদের শিক্ষা সহায়তায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।