সৌদি আরবে ঈদ রোববার


পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল রবিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

আজ শনিবার এ তথ্য জানায় দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

আজ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে বিভিন্ন দেশ।

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার ঈদ উদ্‌যাপন করা হবে। রবিবার সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছে দেশটি।

এশিয়ার দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুস সালাম ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এসব দেশেও সোমবার ঈদ উদ্‌যাপন করা হবে।

শেয়ার করুন