কানাডায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
ভাসানী ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলনসহ সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার লোভ তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক, অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান ভাসানির জীবনী পাঠ্যপুস্তক লিপিবদ্ধ করে ভাসানীকে সঠিক মূল্যায়ন এর পাশাপাশি তার জীবনী পাঠের মাধ্যমে নতুন প্রজন্মকে উজ্জিবিত করে তুলতে হবে। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডা টরেন্টোতে ভাসানী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় ডেনফোথ রেড হঁট তান্দুরী রেস্টুরেন্ট সংগঠনের সভাপতি ডাঃ শেখ শিবলী যা নোমানী"র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টরেন্টো ভাসানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন চৌধুরী। ভাসানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখলাক হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, খন্দকার আব্দুল আহাদ, সৈয়দা জাহানারা, মুজিবুর রহমান, কফিল উদ্দিন বাবলু,রেহানা আক্তার, ড,সিরাজুল হক, মোসাম্মৎ বদরুন্নেসা, বেলায়েত হোসেন চৌধুরী রিপন, আবুল কালাম আজাদ, সাংবাদিক জেবুল হোসেন দুলাল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, জাকারিয়া চৌধুরী,মিলাদ চৌধুরী, , আব্দুল হামিদ, মহসিন ভূঁইয়া, আব্দুল বাতিন ফয়সল,আখতার আহমদ, আব্দুল মালিক প্রমূখ।
দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মহি উদ্দিন ।
সভায় বক্তারা বলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net