কানাডা টরেন্টোতে মতবিনিময়


প্রবাসীরা আমাদের অহংকার– খন্দকার সিপার আহমদ

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ বলেছেন প্রবাসীরা আমাদের অহংকার তাদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির চাকাকে সচল করে। প্রবাসে বিভিন্ন কর্মকান্ড দিয়ে যেভাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ঠিক সেভাবে দেশের উন্নয়নে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি উপস্থিত লেখক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা দেশে আপনাদের লেখনি ও সাংবাদিকতার মাধ্যমে জাতিকে যে সুন্দর সমাজ উপহার দিয়েছেন। সেই মেধাকে কাজে লাগিয়ে কানাডায় অবস্থান সুদূর করে মূল পর্যায়ে অবদান রাখবেন। কানাডা টরেন্টোতে অবস্থানরত ব্যবসায়ী, সাহিত্যকর্মী ও সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।
গত ২৮ অক্টোবর রাতে হলে কানাডা টরেন্টোতে বসবাসরত ব্যবসায়ী লেখক ও সাংবাদিকদের উদ্যোগে ডেনফোথ পদ্মা রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন এহসানুল হক চৌধুরী,আব্দুস সাদেক লিপন এডভোকেট, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল,আবিদ ফায়সাল,নাজমুল ইসলাম, জোনায়েদ আহমদ,আলমগীর হোসেন, কামাল আহমদ, ফারুক আহমদ,হাবিবুর রহমান,জিয়াউর রহমান, আবুল হাশেম, মৌলানা জামাল আহমদ,কাজি মাহবুব আহমদ, হাবিবুর রহমান হাবিব, মাইকেল দাস, শাজাহান মিয়া প্রমুখ।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন