প্রবাসীরা বাংলাদেশের এম্বাসেডর -- জহিরুল হক চৌধুরী শিরু
কানাডা টরেন্টোর ডাউন টাউনে প্রচুর বাংলাদেশী মানুষের উপস্থিতিতে সিলেটের কৃতি সন্তান সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ডাইরেক্টর (হাব) সিলেট জোনের চেয়ারম্যান, লতিফ ট্রাভেলসের কর্ণধার, জহিরুল চৌধুরী শিরু"র সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ অক্টোবর রাতে টরেন্টোর ডাউন টাউনে স্যামস পার্টি হলে হিউম্যান এইড কানাডা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হিউম্যান এইড এর সভাপতি মিজান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমুর রহমান বাপ্পির পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টো ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু, এবং আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাব খান শিশু।
অনুষ্ঠানে মাইগ্রেশন এইড এর ডাইরেক্টর তানভীর চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর বারবার নির্বাচিত সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, জালালাবাদ এসোসিয়েশনের ফয়জুল চৌধুরী, মসজিদুর রহমা এর সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান আবুল হোসেন, হিউম্যান এইড কানাডার উপদেষ্টা সৈয়দ সাদিকুর রহমান, আলিনগরের ফয়সাল আহমদ চৌধুরী কাসেম প্রমূখ।
সংবর্ধনার বক্তারা জহিরুল হক চৌধুরী শিরুর ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ডের প্রশংসা করেন।
সংবর্ধনার জবাবে জহিরুল চৌধুরী শিরু তাকে প্রদত্ত সংবর্ধনায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রবাসীরা বাংলাদেশের এম্বাসেডর সততা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের সম্মান কুড়িয়েছেন তা অব্যাহত রাখার আহবান জানান। তিনি করোনা কালে হিউম্যান এইড কানাডার সভাপতি, সাধারণ সম্পাদক মিজান ও বাপ্পির নেতৃত্বে পরিচালিত কর্মকান্ডের প্রশংসা করে সভায় আগতদের মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্য ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net