আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪১১

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১১ জনে।আজ মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে অন্তত ৩২৫১ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৮ হাজারেরও বেশি বাড়ি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবদন থেকে এই তথ্য জানা যায়।

স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

এতে দেশটির কুনার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। যেখানে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন।

ধ্বংসস্তূপে রাস্তা বন্ধ থাকায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পাহাড়ি ভূখণ্ডের কারণে স্থলপথে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আকাশপথে অনুসন্ধান চালিয়েছে।

শেয়ার করুন