আনোয়ার শাহজাহান :
আজ সেন্ট্রাল লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে আমার #এমবিএ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের মাধ্যমে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো। এই বিশেষ দিনে আমার পরিবারের সকল সদস্য উপস্থিত থেকে ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছেন। নিঃসন্দেহে, এটি আমার জীবনের অন্যতম গৌরবময় মুহূর্ত।
২০২১ সালে #নিউ_বাকিংহামশায়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর আমি আরডেন ইউনিভার্সিটিতে এমবিএ প্রোগ্রামে ভর্তি হই। ২০২৪ সালের জুলাই মাসে মেরিট (Merit) গ্রেডসহ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি #আরডেন_ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি।
এছাড়াও, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী #স্টুডেন্ট এসোসিয়েশনের #প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করি। যদিও মাত্র ৪২ ভোটের ব্যবধানে আমি পরাজিত হই, এই অভিজ্ঞতা আমাকে নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং সম্পর্ক তৈরির গুরুত্ব সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছে।
আরডেন ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার ভবিষ্যতের পথচলায় অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। আজকের এই অর্জন শুধু গর্বের নয়, বরং এটি আমার নতুন লক্ষ্য ও সাফল্যের পথে এগিয়ে চলার জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা।