সূবর্না হামিদ একজন আলোকিত সফল সাংবাদিক

তাসলিমা খানম বীথি :

সাংবাদিকতা শুরুতে তাকে চিনলেও আরো বেশি জানা হয়। যবে থেকে আমাদের সিলেট উইমেনস জানার্লিস্ট ক্লাবের পথ চলাটা শুরু হলো। ঠিক সেই দিন থেকে ধীরে ধীরে আমাদের প্রত্যেকের একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে। সাংবাদিকতা চ্যালেজিং পেশা জীবনের বাঁকে বাঁকে চরাই উৎরাই পেরিয়ে সিলেটের সাংবাদিক পাড়া পিরিচিত প্রিয়মুখ সাংবাদিক সুবর্ণা হামিদের কর্মজীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। একজন বিনয়ী পরিশ্রমী আন্তরিক মানুষ। তিনি তার কাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের কথা চমৎকার ভাবে তুলে ধরেন। বিশেষ করে সমাজের হিজরা জনগোষ্টিকে নিয়ে তিনি কাজ করছেন। যা অনেক প্রশংসনীয়।

তিনি শুধু একজন সাংবাদিক নন, একজন সমাজকর্মী ও মানবিক সাংবাদিক। বাংলাদেশে সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ গত কয়েক দশকে বাড়লেও কিন্তু মফস্বলের নারীদের সাংবাদিক হিসেবে কাজ শুরু করা এতটা সহজ ছিল না। পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা, হুমকি ও ঝুঁকি মোকাবিলা করে তিনি পেশাগত দায়িত্ব পালনে ছিলেন অপ্রতিরোধ্য। চ্যালেঞ্জিং এ পেশায় সিলেটে নারীর সুবর্ণা হমিদ সাংবাদিক হিসেবে সফল।

সাংবাদিকতার জগতে সিলেটে বেশ কয়েকজন নারী সাংবাদিকতা করে তাদের যোগ্যতা অর্জন করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন সুবর্ণা হামিদ। তিনি বহু সম্মাননা পেয়েছেন। জীবনের সেরা জিনিসগুলো সহজে আসে না। জীবনের চলার পথে এই কঠিন ভয়কে জয় করতে পেরেছেন তিনি। সাংবাদিক সুবর্না হামিদের একজন আলোকিত কৃতিমতী নারী।

সাংবাদিক সুবর্ণা হামিদ সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠনের সভাপতি। তার সাংবাদিকতা জীবনের ২০ বছর পূর্তীতে ক্লাবের সকল সদস্য ভীষণ আনন্দিত। সাংবাদিকতায় তার এই অনন্য যাত্রা উদযাপন করতে পেরে আমরা ক্লাব সদস্যরা গর্বিত। সিলেট উইমেনস জানার্লিস্ট ক্লাবের পক্ষ থেকে সুবর্ণা হামিদের প্রতি অনেক ভালোবাসা, শুভ কামনা ও শ্রদ্ধা। আগামীদিনগুলো তার জীবনের আরও উজ্জ্বল ও আলোকিত হোক সেই প্রত্যাশা।

শেয়ার করুন