আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের নবাব রোডস্থ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ মইন উদ্দিন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ভাইস প্রিন্সিপাল ফয়সাল আহমেদ এবং মর্নিং শিফট প্রধান লতিফা আক্তার শিমু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মানিক হুসেন, সোহাগ আহমেদ, সাবিনা বেগম, ইয়াছমিন বেগম, তালেব হুসেন, আকরামিন আহমেদ, তিলোত্তমা চৌধুরী এবং খাদিজা জান্নাত। এছাড়াও স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে স্কুলের সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন