ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মানে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুবসমাজ এগিয়ে আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তিত এই বাংলাদেশ কখনো পথ হারাবে না। তিনি বলেন, যুবসমাজকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। খেলাধুলা আমাদের মধ্যে নেতৃত্ব, ধৈর্য, নিয়মানুবর্তিতা, পরাজয় মেনে নেওয়ার মানসিকতাসহ বিভিন্ন গুণাবলি বিকশিত হতে সাহায্য করে, যা জীবনে পথ চলতে বড় ভূমিকা পালন করে।
বুধবার রাতে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লাস্থ শাহজালাল প্যালেসে নাগরিক ফোরামের উদ্যোগে ‘নাগরিক ফোরাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সৎ ও খোদাভীরু নেতৃত্বের শাসন প্রয়োজন। সঠিক নেতৃত্বের অভাব ও দুর্নীতির কারনে আমরা সামনে এগিয়ে যেতে পারছি না। আগামী নির্বাচনে জনগণ সুযাগ দিলে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল এবং সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমেদ চৌধুরী সাজু।
নাগরিক ফোরামের সভাপতি সাজিদ আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মাহমুদুর রহমান, অলিউর রহমান, জিল্লুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ। টুর্ণামেন্টে প্রথম স্থান অধিকার করেছেন সাজ্জাদুর রহমান ও শাওন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন শিপন ও সাঈদ। অনুষ্টানে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।