সিলেটের আনোয়ারা মতিন একাডেমির বার্ষিক ক্রীড়া দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরীর চৌকিদেখীস্থ ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ, আনোয়ারা মতিন একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেটের জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি রোটারিয়ান হাসান কবির চৌধুরী এবং আনোয়ারা মতিন একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মেহরান সাবিক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে তারা ভবিষ্যতে একটি মেধাবী প্রজন্ম হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাই শিশু-কিশোরদের প্রতি আমাদের আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। বক্তারা আরো বলেন, খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের সৃজনশীলতা ও প্রতিভাকে বিকশিত করে। তাই আমাদের উচিত তাদের পর্যাপ্ত খেলার সুযোগ করে দেয়া।
আনোয়ারা মতিন একাডেমির অধ্যক্ষ চৌধুরী মো. আবুল হাসানাত শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. রফিকুল ইসলাম, শায়রা খাতুন, রহিমা বেগম, লাকি রানী নাথ, মিলি মজুমদার, বিকাশ চন্দ্র দাস, নাসরিন নাহার শেলী, সুস্মিতা চক্রবর্তী, সিমা রানী নাথ, রিপা রানী নাথ, পিংকি দেব আখি, মায়া রানী দাস, শৈলী দাস তৃষা, লায়লা হক লিনা, পিংকি বেগম মুন্নী, বিজয় মিয়া, পুস্তিকা নাথ ইউনা এবং অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।