যুক্তরাজ্য থেকে দেশে আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা শিক্ষানুরাগী, ব্যবসায়ী খছরুজ্জামান খছরুকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে প্রিয় নেতাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীরা ভিড় জমান এবং ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, ৪নং রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় খছরুজ্জামান খছরু বলেন, সিলেট-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইলিয়াস পত্নীকে লুনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি