মুক্তাদির ও এমরান চৌধুরীর সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র লিফলেট বিতরণ‎


‎ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও ৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট ৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় রিয়েল লিফলেটবিতরণ ও  প্রচার মিছিল বের করা হয়।
লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,এডভোকেট মুজিবুর রহমান মুজিব,এডভোকেট এখলাছুর রহমান,এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তানভির আখতার খান,এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
প্রচারণাকালে আইনজীবীরা বলেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা এখন সময়ের দাবি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজ দেশে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেতা আব্দুল মুক্তাদির এবং এমরান আহমদ চৌধুরী সিলেটের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
নেতৃবৃন্দ আরও বলেন, আইনজীবীরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা মনে করি, আব্দুল মুক্তাদির ও এমরান আহমদ চৌধুরীর মতো লড়াকু নেতৃত্বের মাধ্যমেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন জোয়ার আসবে এবং জনগণের দাবি আদায় ত্বরান্বিত হবে। সিলেটের মাটি ও মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের কোনো বিকল্প নেই। এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সেই বার্তাটিই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বিজ্ঞপ্তি

শেয়ার করুন