ঘাসিটুলা জামিয়া দারুল কুরআনের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

+

সিলেটের মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের উদ্যোগে কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের আগামী মাহে রমজানের কুরআন শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শায়খুল কোররা মাওলানা মুজ্জাম্মিল হুসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী বিলাল আহমদের সাবলীল পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবের।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইদুর রহমান জিবের বলেন, পবিত্র মাহে রমজানে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজকে আলোকিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে সঠিক দ্বীনি শিক্ষা বিস্তারে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে পবিত্র রমজানে কুরআন শিক্ষা কার্যক্রমের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বোর্ডের শুরা কমিটির সদস্য মঈন উদ্দিন, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা হাফিজ আলী হুসাইন, মাওলানা হাফিজ ফুযায়েল আহমদ, মাওলানা ক্বারী সামিম আহমদ, মাওলানা ক্বারী আমির হামযা তালুকদার, মাওলানা হাফিজ আহমদ হুসেন রাজন, মাওলানা ক্বারী আশিকুর রহমান, মাস্টার রোমান আহমদ প্রমুখ।
সভার শেষ পর্যায়ে আসন্ন রমজানের কার্যক্রমের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন