বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং দক্ষ মানবসম্পদই অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা নিজের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবসম্পদকে কাজে লাগিয়ে আজ বিশ্বের শীর্ষ অবস্থানে পৌঁছেছে। আমাদের বিপুল জনসংখ্যাকে যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তর করা না যায়, তবে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায়, তবে তারাই হবে অর্থনীতি উন্নয়নের প্রধান শক্তি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় এখনো কালভার্ট, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও মানসম্মত চিকিৎসাসেবার মারাত্মক অভাব রয়েছে। কোথাও কোথাও এলাকা দেখে যুদ্ধবিধ্বস্ত জনপদের মতো মনে হয়। তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্প-কারখানা, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট গড়ে তুলতে হবে। এজন্য বিনিয়োগবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন।
তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণই আমার শক্তি। তাদের দোয়া ও ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সঙ্গে নির্বাচনী মতবিনিময় এবং গোয়াইনঘাটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট নুর আহমদ ও উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান ও শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।