সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনিকে বিমানবন্দরে সংবর্ধনা

ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরায় তাকে সিলেটে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান দুলার বাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, মহানগর বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ, কৃষক দল নেতা শফিক আহমদ, আরজ আলী, আজব আলী, মৌরস আলী, তবজ্জুল আলী, আলী জাফর, আলিম উদ্দিন, মানিক মিয়া, জুনেদ আহমদ, দেলোয়ার, ইসলাম উদ্দিন, মিরাশ আলী প্রমুখ।
এছাড়াও জাহিদপুর পুরাতন মসজিদের মুতওয়াল্লী আনছার আলী সহ পঞ্চায়েত কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহ আব্দুল গনি তাকে বরণ করে নেওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন