দক্ষিণ সুরমায় তিতন মিয়াস্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বরইকান্দি ১নং রোডের বাসিন্দাদের উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবুল হোসেনের সভাপতিত্বে ও শফিউল আলম শফির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নূর হোসেন, কাজিরখলা ও রিয়াছত জামে মসজিদের মোতাওয়াল্লী নেছার আহমদ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামীম আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা শামীম আহমদ, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ফখরুল ইসলাম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজাহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, টুর্নামেন্টের প্রবর্তক মো. সোহেল রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব বদরুল ইসলাম শুয়েব, শেখ মুর্শেদ সামী, জমির হোসেন দবির, রাবেল আহমদ, লায়েক আহমদ, সফিকুর রহমান টিপু, জিয়াউল হক জানু, সুমিত আহমদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে স্থানীয় ফুটবলারদের নৈপুণ্য দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটি আশা প্রকাশ করছে যে, এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে। উদ্বোধনী খেলায় গ্রীণ সিলেট ফুটবল একাডেমী বনাম সাধুরবাজার এফসি মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে সিলেট ফুটবল একাডেমী ৩-০ গোলে জয়লাভ করে।
এসময় বক্তারা বলেন, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন