আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি এবং ‘না’ মানে গোলামি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজ এলাকায় আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের জড় কেটে দিতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। এই লড়াকু জাতি আজাদির জন্যে লড়ে যাবে। আজাদি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ।’
জামায়াত আমির বলেন, রাস্তার পাশে এই জনসভা করতে হচ্ছে, এর কারণ এই এলাকায় খেলার মাঠ নেই। থাকলে মানুষকে কষ্টা দিয়ে জামায়াত এখানে জনসভা করত না। সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে এই সমস্যার সমাধান করা হবে।
জামায়াত আমির বলেন, ‘জুলাই আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা চালানো হয়েছে এই যাত্রাবাড়ীতে। এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে।’
জামায়াত আমির বলেন, অতীতেও তারা শহীদ ও আহত পরিবারের পাশে গেছেন, ক্ষমতায় যেতে পারলে আবারও খোঁজে খোঁজে বের করে হতাহতদের পরিবারের খোঁজ নেবেন, আলোচনা করে সমাধান বের করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই এলাকায় অনেকগুলো কওমি মাদ্রাসা রয়েছে। জুলাই আন্দোলনে তারা সমানতালে লড়াই করেছে। যুগ যুগ ধরে প্রতিটি সরকার কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার প্রতি চরম অবহেলা করেছে। অথচ তারাও এ দেশের নাগরিক ও অন্যদের মতো তারাও ট্যাক্স আদায় করে।
জামায়াত আমির বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে তাদের প্রতি সামান্য সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনও পাননি। তাদের এই স্বীকৃতি আর কেউ না দিলেও আমরা দেব ইনশাআল্লাহ।’