ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণেরপ্রত্যাশার প্রতিফল গঠবে : পাশা খন্দকার

সিলেট-১ আসন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে বিশিষ্টজনদের সাথে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে নির্বাচনী প্রচারণা করছেন সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার (এমবিই)। রবিবার (২৫ জানুয়ারি) নগরীর বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় প্রচার পত্র বিলি করেন এবং ধানের শীষের জন্য ভোট চান।
এসময় পাশা খন্দকার বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশের জনগণের প্রত্যাশার প্রতিফল গঠবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন সিভিক্স ভয়েজ’র সিইও প্রভাষক মুসাদ্দেক আহমদ চৌধুরী, সদস্য সচিব এডভোকেট মো. শাহরিয়ার উজ জামান পলাশ, নির্বাহী সদস্য এডভোকেট আশিক উদ্দিন, গোলাম জাকির চৌধুরী, আশরাফ গাজী, শফিউর খান হারুন, রুবেল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মোয়াইমিন আহমদ চৌধুরী অপু, এডভোকেট ওয়াবাদুল হক ফাহমি, এডভোকেট আশরাফুল ইসলাম, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট হেদায়েত আহমদ তানভীর, সিলেট ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জুনাদ আহমদ চৌধুরী সানি প্রমুখ।-বিজ্ঞপ্তি  

শেয়ার করুন