মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সংক্ষিপ্ত সফরে রবিবার (৪ জানুয়ারি) সিলেট আসছেন।
এদিন বেলা ১.৩০টায় ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আসবেন তিনি। সফরকালে রাষ্ট্রদূত সিলেটে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া আগামী সোমবার বাদ জোহর দক্ষিণ সুরমার বলদীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দীনের বাড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেবেন তিনি। ওইদিনই তার ঢাকা হয়ে মেক্সিকোতে ফেরত যাওয়ার কথা রয়েছে।