সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্রধান স্থাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক সিসিক শাখার ম্যানেজার ওয়ারিসুল ইসলাম, সিসিকের লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজব, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহসভাপতি সুমন চক্রবর্তী, লাইসেন্স পরিদর্শক মো. শামীম, নাহিদ আজিজ, কবির উদ্দিন, মো. রাকিব, জহুরুল, মিশলু আহমদ রাজ, রুবেল, রাহাত, হাসান প্রমুখ।