বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনে সিলেটে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দিচ্ছেন নতুন পাঠ্যবই।

সিলেট বিভাগের ৪টি জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৬ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৮ লাখ ৮৫ হাজার ২৩টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ২ লাখ ২৫ হাজার জন, ১ম শ্রেণিতে ২ লাখ ৯৯ হাজার জন, ২য় শ্রেণিতে ২ লাখ ৯০ হাজার জন, ৩য় শ্রেণিতে ২ লাখ ৭০ হাজার জন, ৪র্থ শ্রেণিতে ২ লাখ ৮০ হাজার জন ও ৫ম শ্রেণির ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক আবু সায়ীদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ বছর বই উৎসব হচ্ছে না। স্কুল থেকে অভ্যন্তরীণভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

জাবির হক নামের উপশহরের এক ৯ম শ্রেণীর শিক্ষার্থী জানান, নতুন বই নিয়ে অনেক আনন্দ লাগছে। বাসায় গিয়েই সব বই পড়ে ফেলবো।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, এবার কোনো বই উৎসব হচ্ছে না। শুধুমাত্র নিজ নিজ স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা রয়েছে।

শেয়ার করুন