কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সাদা পাথর রিসোর্টে প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় সন্ধ্যাকালীন আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

এসময় ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির কোম্পানীগঞ্জ ভ্রমণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিথি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সন্ধ্যাকালীন আড্ডায় কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, দৈনিক ভোরের ডাকের সিলেট জেলা প্রতিনিধি আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, সিনিয়র সদস্য সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন