কেমুসাস বইমেলা উপকমিটির মতবিনিময় সভা

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ের মাস ডিসেম্বরে ১৯তম কেমুসাস বইমেলার আয়োজন করেছে। আগামী ৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরীকে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।

১৯তম কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ১৯তম কেমুসাস বইমেলা ২০২৫ উপকমিটির আহবায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীবৃন্দ বইমেলা সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা বলেন, বইমেলা শুধু বইয়ের লেনদেন নয়—এটি লেখক-পাঠক, প্রকাশক ও সংষ্কৃতিকর্মীদের মেলবন্ধন। পাঠকসংযোগ ও সৃজনশীল জাগরণের একটি বড় ক্ষেত্র হচ্ছে বইমেলা। তাই মেলার প্রতিটি ধাপ যথাযথ পরিকল্পনা, স্বেচ্ছাসেবী দল গঠন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক কার্যক্রমকে সমৃদ্ধ করার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় কবি-সাহিত্যিকরা মেলার আয়োজনকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন প্রস্তাবনা দেন। এর মধ্যে রয়েছে লেখক-পাঠক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, স্মারক প্রকাশ, শিশুকিশোর কর্নার এবং স্থানীয় তরুণ লেখকদের বিশেষ পর্ব আয়োজন।

সভা শেষে সবাই কেমুসাস বইমেলাকে সফল ও স্মরণীয় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় কেমুসাসের পক্ষ থেকে বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সহসভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও বইমেলা উপকমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী, সহলাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সৈয়দ মোহাম্মদ তাহের এবং বইমেলা উপকমিটির সদস্য মফিক মোহাম্মদ।

কবি-সাহিত্যিক সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি এখলাসুর রাহমান, আলোর অন্বেষণের সভাপতি কবি সাজন আহমদ সাজু, প্রাবন্ধিক শামসীর হারুনুরু রশীদ, গল্পকার তাসলিমা খানম বীথি, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল, ছড়াকার আবদুল কাদির জীবন, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি আখলাকুল আসপিয়া, প্রভাষক রেজাউল করিম, কবি কারি আব্দুল বাছিত, ছড়াকার হুসাইন হামিদ, ছড়াকার জহুর মুনিম, কবি মিলাদ আহমদ, মিডিয়াকর্মী শাকিল আহমদ, জুবের আহমদ সার্জন, ফয়েজী মো. ওমর সাজিন, মো. সায়েম, ফয়সল আহমদ প্রমুখ।

শেয়ার করুন