নভেম্বরের শুরুতে ভারি বৃষ্টির পর থেকেই এবার কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোরের শিশির গাঢ় হচ্ছে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশার। আবহাওয়াবিদরা এরই মধ্যে চলতি মৌসুমে আগাম শীতের আভাস দিয়েছেন। পাশাপাশি তারা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার রাতেদীর্ঘমেয়াদি পূর্বাভাস জানিয়েছে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে । এর মধ্যে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে।
এতে আরও বলা হয়েছে, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এবার ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের সময় থার্মোমিটারের পারদ নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, আগাম শীতের সম্ভাবনার কথা জানিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এ ছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই।