বীর সেনানী

মোহাম্মদ নাকিব :

ক্ষমা করে দিও আমাদের

হে মাজলুম জাতি, ‌

করতে পারিনি কিছু

মোরা মানতে পারিনি রীতি।

মোরা এ কেমন মুসলমান;

মোরা জালিমের উপর ক্ষুব্ধ,

আর মুখে করে ফেলি যুদ্ধ,

কেন‌ জিহাদের বেলায় আসলে

তবে হয়ে যায় শ্বাস রুদ্ধ।

আজ ‌ নিপীড়িত কত মুসলিম,

প্রতিবাদী মোরা অন্তিম,

বুকে সাহস রেখেই এগোতে হবে

নহে সে সাহস কৃত্রিম।

মোরা করব শপথ;

জালিমের করে ‌ দেবো সব ‌ চুরমার,

মোদের মাধ্যমে হবে ‌ তোলপাড়,

বজ্র ‌ কন্ঠে তুলব আওয়াজ,

ছাড়বো মোরা হুংকার।

শেয়ার করুন