
বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ ফয়েজ আহমেদ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পক্ষ থেকে আজ (৬ অক্টোবর ২০২৫) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। সহকারী পরিচালক মোঃ হালিম উদ্দিন ও মোহাম্মদ আবু ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার কে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা বেগম, নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক শিরীন আক্তার ও বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক আসমা খানম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, অতিরিক্ত পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, বিদায়ী অতিথির সহোদর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হেলাল উদ্দিন, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক শারমিন সুলতানা, উপ-সহকারী পরিচালক জাবালে রহমত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর নুরুন নাহার বিদায়ী অতিথি মোঃ ফয়েজ আহমেদ এর প্রশংসা করে বলেন তাঁর কাজই সহকর্মীদের নিকট স্মরণীয় করে রাখবে। সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন সততা, দক্ষতা ও একনিষ্ঠতার সাথে মোঃ ফয়েজ আহমেদ কাজ করে গেছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন মোঃ ফয়েজ আহমেদ অফিসের কাজের পাশাপাশি ঢাকা কোঅপারেটিভ ও অফিসার্স কাউন্সিলে নেতৃত্ব দিয়েছেন। মানুষের সেবায় তিনি সর্বদা নিবেদিত ছিলেন। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাবেদ আহমদ বলেন পরিচালক মোঃ ফয়েজ আহমেদ খুবই সাধারণভাবে চলাফেরা করতেন। সকলের সাথেই তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। অবসর জীবনে তিনি সৎ লোকের শাসন কায়েমে দেশসেবার কাজে সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন। বিদায়ী অতিথির বক্তব্যে পরিচালক মোঃ ফয়েজ আহমেদ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কানাই লাল সরকার, মোঃ আমির হোসেন, আব্দুর রাজ্জাক-২, মোঃ আবুল কালাম, এম,এম সাইফুল্লাহ, গৌরাঙ্গ রায়, মোঃ আকতার হোসেন, মোঃ আব্দুল মতিন মোল্লা, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস চেয়ারম্যান আবুল বাশার আব্দুল ওয়াহিদ, সহ সম্পাদক আজহারুল ইসলাম, পরিচালক রত্না বিশ্বাস, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, ভোগ্যপণ্যের সাধারণ সম্পাদক রশিদুল হাসান খান কারিব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডেপুটি গভর্নর নুরুন নাহার বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার দেন। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সহকর্মীরাও বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।