সাবেক শিল্প প্রতিমন্ত্রী ছেলে ৫ দিনের রিমান্ডে


সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এর আগে শনিবার গুলশান এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর গুলশানের মত অভিজাত এলাকায় গাড়ি ভাঙচুর ও সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনায় শাহেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাদের পলাতক নেত্রী বিদেশ থেকে উসকানি দিচ্ছেন।’

অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী মো. শাহাবুদ্দিন শেখ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এজাহারে শাহেদের নাম নেই, রিমান্ড আবেদনে অভিযোগ অস্পষ্ট। কবে, কীভাবে বা কোন মাধ্যমে অর্থায়ন করেছেন তা বলা হয়নি। গ্রেপ্তারের সময় শুধু তার ব্যক্তিগত ফোন জব্দ করা হয়েছে, তবে তাতে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।’

শুনানির সময় আদালত তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান মোবাইল সিস করা হয়েছে কি না। তদন্ত কর্মকর্তা জানান, মোবাইল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

উভয়পক্ষের যুক্তি শুনে আদালত শাহেদ আহমেদ মজুমদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন