বাবার অনুপ্রেরণায় পারিবারিক পাঠাগার


আহমেদ সেলিম :

যেন রক্তের সম্পর্ক। একসময় টাকা পেলেই বই কিনতাম। টিউশনির কষ্টের টাকায় সেই বই। একবার পাড়ায় পাঠাগার করার সাহসও হয়েছিলাম। বেশ কয়েকবছর বইয়ের সুঘ্রাণ নিয়েছিলো স্কুল-কলেজ পড়ুয়া সন্তানরা। জীবনের ছোট্ট গল্পে যিনি সঙ্গী হয়ে এলেন, সেই মানুষটির মাথায়ও বইয়ের পোকা। তবে এখন আগের মতো বইয়ের দোকানে যাওয়া হয়না, গেলে খালি হাতে ফিরিনা।
বইয়ের প্রতি টান বাড়াতে বাবার অনুপ্রেরণা ছিলো। সেই বাবা এখন দূর আকাশের তারা। আজ ১৫ বছর হলো, আমরা বাবাহারা। বাবার স্মরণে আমাদের ছোট্ট সামর্থ্য, পারিবারিক এই পাঠাগার।
সব সময় ভালো থাকুন বাবা

শেয়ার করুন