
আব্দুল কাদের তাপাদার :
শ্যামল সিলেটে গিয়েছিলাম
একটা জরুরি কাজে।
মুকিতের রুমে বসে কথা বলছিলাম।
হঠাৎ আসলেন আবুল মোহাম্মদ।
ভাই কখন এলেন, বলেই এসে
হাত মিলালেন।
আমিও জোরে শোরে তার নামটা উচ্চারণ করলাম।
আরে,আবুল মোহাম্মদ কেমন আছো ভাই?
শ্যামল সিলেটের প্রথম যুগে প্রায়ই যেতাম।
অনেকগুলো প্রিয়,মানুষ ছিলেন।
তাছাড়া, প্রকাশক শামসুজ্জামান জামান
আমার কলেজ জীবনের সহপাঠী। বন্ধু।
সেই সময়ের দুজন এখনো বটবৃক্ষ হয়ে
শ্যামলে আছেন।
নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।
আর বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ।
একজন আজ চলে গেলেন চিরতরে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের
বাসিন্দা বানিয়ে নিন। তাকে ক্ষমা করে দিন।
তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজন স্বজনদের শোক
সইবার মতো ধৈর্যের শক্তি দিন। আমিন।